বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক রচনার পরিমাণ খুব বেশি নেই। অল্প যে কয়েকজন হাস্যকৌতুক রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তাঁদের মধ্যে সুকুমার রায় অন্যতম। স্থূল কৌতুক নয়, বুদ্ধিদীপ্ত বাক্যভঙ্গি, আকর্ষণীয় শব্দচয়ন, শব্দবন্ধন, মজার কাহিনী মিশিয়ে তিনি যা রচনা করেছেন তা বাংলা সাহিত্যে একেবারে অনন্য। তিনি যেমন রচনা করেছেন তা আগে বাংলা সাহিত্যে কেউ করেনি। তিনি যা ভেবেছেন, যা লিখেছেন তা এক কথায় বললে বলতে হবে 'ননসেন্স'। অসংগতি ও অসংলগ্নতার মিশ্রণে তিনি যা প্রকাশ করেছেন, তা ব্যঙ্গ বিদ্রুপ দ্বারা রাঙানো হলেও উপেক্ষণীয় নয়। এমন সব অর্থহীন তুচ্ছ বিষয়কে সুকুমার রায় শিশু-কিশোরদের জন্য এমন মজার করে উপস্থাপিত করেছেন যে অবাক হতে হয়। তাঁর 'ননসেন্স রাইমস' বাংলা সাহিত্যে এক নবতর সংযোজন।

ভাবনাকে একই সাথে ভাষা ও চিত্রের মাধ্যমে প্রকাশ করার সামর্থ তার আছে, আর সেজন্য এমন অদ্ভুত মজার ছবি তিনি শিশু-কিশোরদের জন্য এঁকেছেন তার তুলনা বিরল। শিশু কিশোরদের মনের উপযোগী ছড়া, গদ্য আর ছবি তিনি দুহাতে বাংলা সাহিত্যে উপহার দিয়ে গেছেন। সাহিত্যবোধ, কৌতুকবোধ, চিত্রবোধ বহুমুখী প্রকাশভঙ্গির বলেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অনন্য মহিমায় চিরভাস্বর হয়ে থাকবেন।

বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক রচনার পরিমাণ খুব বেশি নেই। অল্প যে কয়েকজন হাস্যকৌতুক রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তাঁদের মধ্যে সুকুমার রায় অন্যতম। স্থূল কৌতুক নয়, বুদ্ধিদীপ্ত বাক্যভঙ্গি, আকর্ষণীয় শব্দচয়ন, শব্দবন্ধন, মজার কাহিনী মিশিয়ে তিনি যা রচনা করেছেন তা বাংলা সাহিত্যে একেবারে অনন্য। তিনি যেমন রচনা করেছেন তা আগে বাংলা সাহিত্যে কেউ করেনি। তিনি যা ভেবেছেন, যা লিখেছেন তা এক কথায় বললে বলতে হবে 'ননসেন্স'। অসংগতি ও অসংলগ্নতার মিশ্রণে তিনি যা প্রকাশ করেছেন, তা ব্যঙ্গ বিদ্রুপ দ্বারা রাঙানো হলেও উপেক্ষণীয় নয়। এমন সব অর্থহীন তুচ্ছ বিষয়কে সুকুমার রায় শিশু-কিশোরদের জন্য এমন মজার করে উপস্থাপিত করেছেন যে অবাক হতে হয়। তাঁর 'ননসেন্স রাইমস' বাংলা সাহিত্যে এক নবতর সংযোজন।

ভাবনাকে একই সাথে ভাষা ও চিত্রের মাধ্যমে প্রকাশ করার সামর্থ তার আছে, আর সেজন্য এমন অদ্ভুত মজার ছবি তিনি শিশু-কিশোরদের জন্য এঁকেছেন তার তুলনা বিরল। শিশু কিশোরদের মনের উপযোগী ছড়া, গদ্য আর ছবি তিনি দুহাতে বাংলা সাহিত্যে উপহার দিয়ে গেছেন। সাহিত্যবোধ, কৌতুকবোধ, চিত্রবোধ বহুমুখী প্রকাশভঙ্গির বলেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অনন্য মহিমায় চিরভাস্বর হয়ে থাকবেন।

বিস্তারিত