বেশ কিছুক্ষণ ধরে শুভঙ্কর দাশের (Subhankar Das) একটা ছোটো কবিতার বই পড়ে ঝিম হয়ে আছি। ৩২ পাতার খুদে সাইজের বই। নাম- আমাদের কোনো ঘোড়া নেই। গত মাসে হাতে পেয়েছিলাম। কবির হাত থেকেই।নানা কাজের মধ্যে আজকে অব্দি অপেক্ষা করতে হোলো পড়ার জন্যে। সুতীব্র বিস্ময় অপেক্ষা করে ছিলো। কয়েকটা কবিতা সত্যিই মন ভাঙিয়ে নিয়ে গ্যালো! ভাব,ভাষা, স্টাইল এসব নিয়ে বিশেষ করে বলছিনা। চিন্তার সপাট পরিচ্ছন্নতা আর উপস্থাপনায় এত্ত যত্ন! কাব্য মুহূর্তগুলো নিবিড় ভাবে একা করে দিতে পেরেছে সময়মাফিক চারদিকে মিউট বোতাম টিপে দিয়ে। কবির দীর্ঘ চর্চা ছাড়া এই গুণ লব্ধ হতেই পারেনা। অসম্ভব ভালো লেগেছে তিন চারটে কবিতা। মঞ্চে দাঁড়িয়ে নয় এ কবিতাগুলো একা একা পড়ার। বাসে, ট্রেনে, এয়ারপোর্টে, সমুদ্রের ধারে, নদীর ঘাটে, পাবে, বারে। এমনকি প্রিয় মানুষকেও আলাদা করে শোনানোর। পাঠক অবশ্য অবশ্য করে বইমেলা/লিটিল ম্যাগ মেলা তাক করে এ বই সংগ্রহ করুন। একটা কবিতা তুলে দেওয়ার লোভ সামলাতে পারলাম না। নিশ্চয়ই কবি অপছন্দ করবেননা।

বেশ কিছুক্ষণ ধরে শুভঙ্কর দাশের (Subhankar Das) একটা ছোটো কবিতার বই পড়ে ঝিম হয়ে আছি। ৩২ পাতার খুদে সাইজের বই। নাম- আমাদের কোনো ঘোড়া নেই। গত মাসে হাতে পেয়েছিলাম। কবির হাত থেকেই।নানা কাজের মধ্যে আজকে অব্দি অপেক্ষা করতে হোলো পড়ার জন্যে। সুতীব্র বিস্ময় অপেক্ষা করে ছিলো। কয়েকটা কবিতা সত্যিই মন ভাঙিয়ে নিয়ে গ্যালো! ভাব,ভাষা, স্টাইল এসব নিয়ে বিশেষ করে বলছিনা। চিন্তার সপাট পরিচ্ছন্নতা আর উপস্থাপনায় এত্ত যত্ন! কাব্য মুহূর্তগুলো নিবিড় ভাবে একা করে দিতে পেরেছে সময়মাফিক চারদিকে মিউট বোতাম টিপে দিয়ে। কবির দীর্ঘ চর্চা ছাড়া এই গুণ লব্ধ হতেই পারেনা। অসম্ভব ভালো লেগেছে তিন চারটে কবিতা। মঞ্চে দাঁড়িয়ে নয় এ কবিতাগুলো একা একা পড়ার। বাসে, ট্রেনে, এয়ারপোর্টে, সমুদ্রের ধারে, নদীর ঘাটে, পাবে, বারে। এমনকি প্রিয় মানুষকেও আলাদা করে শোনানোর। পাঠক অবশ্য অবশ্য করে বইমেলা/লিটিল ম্যাগ মেলা তাক করে এ বই সংগ্রহ করুন। একটা কবিতা তুলে দেওয়ার লোভ সামলাতে পারলাম না। নিশ্চয়ই কবি অপছন্দ করবেননা।

আরও