জুয়েল আইচ শুধুমাত্র তাঁর জাদু উপস্থানে শৈল্পিক ভঙ্গিকে আত্মস্থ করেছেন, বইটা পড়ার পর একথা বলা কোনমতেই সম্ভব নয়। তিনি লেখালেখিতেও সিদ্ধহস্ত। হয়তো কম লেখেন। কিন্তু লিখতে তিনি যে পারেন তার প্রমাণ রয়েছে এই বইতে। সহজ ভাষা, সরল গদ্য, সহজবোধ্য ভাষাভঙ্গি অর্থাৎ সাধারণ মানুষের বোঝার উপযোগী ভাষা জুয়েল আইচ সহজাত বোধ দ্বারাই আয়ত্ব করেছেন।
বিখ্যাত, সুখ্যাত, দর্শক নন্দিত, বাংলাদেশের জাদুশিল্পের প্রধান পুরুষ জুয়েল আইচ কেমন মানুষ, কিভাবে বড় হয়েছেন, শৈশব কৈশোর কোথায় কিভাবে কাটিয়েছেন ইত্যাদি জানার আগ্রহী মানুষের সংখ্যা কম নয়। সম্ভবত তাদের কথা ভেবেই জুয়েল আইচ তার আত্মজীবনী ধরণের একটি বই লিখেছেন। নাম অন্তরালের আমি, প্রকাশ করেছে সময় প্রকাশনী। প্রকাশ হয়েছে অনেক দিন আগে। ১০ বৎসরেরও বেশি সময় আগে। ১৯৯৭ সালের বইমেলাতে।
জুয়েল আইচ শুধুমাত্র তাঁর জাদু উপস্থানে শৈল্পিক ভঙ্গিকে আত্মস্থ করেছেন, বইটা পড়ার পর একথা বলা কোনমতেই সম্ভব নয়। তিনি লেখালেখিতেও সিদ্ধহস্ত। হয়তো কম লেখেন। কিন্তু লিখতে তিনি যে পারেন তার প্রমাণ রয়েছে এই বইতে। সহজ ভাষা, সরল গদ্য, সহজবোধ্য ভাষাভঙ্গি অর্থাৎ সাধারণ মানুষের বোঝার উপযোগী ভাষা জুয়েল আইচ সহজাত বোধ দ্বারাই আয়ত্ব করেছেন।
বিস্তারিত
0 মন্তব্যসমূহ