প্রথম অংশ
গ্রন্থ আলোচনার জন্য প্রস্তুতি
১. বই পড়ার সাথে সাথে নোট গ্রহণঃ যদি সম্ভব হয় তাহলে বইটি বিভিন্ন সময়ে একাধিকবার পড়ুন। বারবার একটি বই পড়লে পাঠকের চোখে গল্পের শরীরটি দৃশ্যমান হয়ে ওঠে। গল্পের সজ্জাপদ্ধতি ও চরিত্র বা চরিত্রগুলো নতুন অথবা ভিন্ন আঙ্গিকে ফুটে ওঠে।
বইটি পাঠরত অবস্থায় আপনার মনে যে প্রতিক্রিয়া হবে আর তার সাথে সাথে যে ভাবনাগুলো আসবে তা লিখে ফেলুন অথবা রেকর্ড করে ফেলুন। এলোমেলোভাবে বা ততোটা সঠিক ভাবে না হলেও হবে। আসলে বই পড়ার সাথে সাথে আপনার মনে যে চিন্তা আসবে তার মধ্যে ঝড় তুলে দেয়ার জন্য এই কাজ করা দরকার।
২. বইয়ের ধরণ, রকম/ জ্ঞানজগতের শাখাঃ জ্ঞানজগতের কোন শাখার জন্য বইটি কতটা উপযুক্ত অথবা নয়। যদি প্রয়োজন হয় তাহলে জ্ঞানজগতের বিভিন্ন শাখা সম্পর্কে ধারণা পরিস্কার করতে বিভিন্ন রকমের বই পড়া যেতে পারে।
যেমন যদি আপনি ১৯৫০ সালে পোলিও ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি সম্পর্কে কোন প্রবন্ধের বই আলোচনা করেন, তাহলে একই সময়কালে একই বৈজ্ঞানিক গবেষণা বিষয়ে রচিত অন্য কয়েকটা বই পড়তে পারেন। অথবা আপনি যদি ন্যাথানিয়েল হথর্ন এর দ্যা স্কারলেট লেটার বইয়ের আলোচনা করেন তাহলে তুলনা করার জন্য সমসাময়িক (১৭ শতকের) অন্যান্য রোমান্টিক ও ঐতিহাসিক কাহিনীর বইগুলোর সাথে হথর্ন এর বইটির পার্থক্য বা মিল কেমন ছিল তাও দেখে নিতে পারেন।বিস্তারিত পড়ুন
0 মন্তব্যসমূহ