ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, লন্ডন - এর সাথে সংযুক্ত ডা: প্যাট্রিসিয়া সঙ্কসেন ও তার সহযোগী ব্লান্চ স্পিফ দীর্ঘ গবেষণা শেষে এই বইটি রচনা করেছেন। দৃষ্টিহীন শিশুদের দৃষ্টির উন্নতি করাই তাদের লক্ষ্য। মা-বাবা বা শিক্ষকদের জন্য একটি অপরিহার্য গাইড হিসেবে বইটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে।তবে আবেগপ্রবণ পাঠকদের এই বই পড়তে আমি অনুৎসাহিত করবো। কারণ যে চিত্রগুলো ব্যবহার করা হয়েছে তা এতটাই মর্মস্পর্শী যে অনেকের বুক ভেঙ্গে কান্না আসতে পারে। ছোট ছোট অন্ধ শিশুদের অসহায়ত্ব যে কতটা করুণ তা মা-বাবা ছাড়া অন্য কারো অনুধাবন করা সত্যিই কঠিন।
আরও পড়ুন
0 মন্তব্যসমূহ