যে শিশুরা তীব্রভাবে দৃষ্টিহীন তাদেরকে কিভাবে গাইড করতে হবে সে বিষয়ে সম্যক ধারণা তথা বর্ণনা দেয়া আছে এই বইতে। এই ধরণের শিশুরা বড় হওয়ার পথে অনেক রকম বাধাবিঘ্নের মুখোমুখি হয়। অসচেতন পরিবার বা সমাজে এই শিশুরা বোঝা হিসেবে বড় হয়। কিন্তু সচেতন সমাজের চিন্তা ভিন্নরূপ। দৃষ্টিহীন শিশুরা যাতে আত্মবিশ্বাস অর্জন করে, নিজের সাধারণ কাজগুলো নিজে নিজে করতে পারে তার জন্য অভিভাবক বা শিক্ষককে যে ধরণের কর্মদক্ষতা বা আচরণ করতে হয় তার সচিত্র বর্ণনা এই বইতে রয়েছে।


 ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, লন্ডন - এর সাথে সংযুক্ত ডা: প্যাট্রিসিয়া সঙ্কসেন ও তার সহযোগী ব্লান্চ স্পিফ দীর্ঘ গবেষণা শেষে এই বইটি রচনা করেছেন। দৃষ্টিহীন শিশুদের দৃষ্টির উন্নতি করাই তাদের লক্ষ্য। মা-বাবা বা শিক্ষকদের জন্য একটি অপরিহার্য গাইড হিসেবে বইটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে।
তবে আবেগপ্রবণ পাঠকদের এই বই পড়তে আমি অনুৎসাহিত করবো। কারণ যে চিত্রগুলো ব্যবহার করা হয়েছে তা এতটাই মর্মস্পর্শী যে অনেকের বুক ভেঙ্গে কান্না আসতে পারে। ছোট ছোট অন্ধ শিশুদের অসহায়ত্ব যে কতটা করুণ তা মা-বাবা ছাড়া অন্য কারো অনুধাবন করা সত্যিই কঠিন।

আরও পড়ুন