প্রচণ্ড ঝুঁকির মধ্যে এই প্রকাশনার কাজ চালাতে থাকি আমি। আমাদের মধ্যে কারও কারও নাম সন্দেহভাজনদের তালিকায় ছিল। ধরা পড়ার সম্ভাবনা ছিল যে কোন সময়। পরমাকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের প্রাক্কালেই আল বদরদের হাতে নির্মমভাবে নিহত হন আমার বন্ধু নাজমুল হক, নিজামুদ্দীন আহমেদ এবং সিরাজুদ্দীন হোসেন। ১৯৭১ খ্রীস্টাব্দের ১৬ই ডিসেম্বর পাক্সিতানের হানাদার বাহিনী আত্মসমর্পণ না করলে এই বইটি প্রকাশ করার জন্য হয়তো বেঁচে থাকতাম না আমরাও। প্রতিনিয়ত এসব তথ্য প্রমাণ নিজের কাছে রাখাটা অস্ত্র কিংবা বিস্ফোরক রাখার চেয়ে কম ঝুঁকিপূর্ণ ছিল না। এসব তথ্য-প্রমাণ হাতে আসার সাথে সাতেই কয়েক কপি টাইপ করে সেগুলোর ছবি তুলে রাখতাম আমরা। স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করা হত বাকি কপিগুলো। আমাদের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মনোভাব সম্পর্কে তাদেরকে অবহিত করা, তাদের মনোবল বাড়ানো এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে তাদেরকে উদ্বুদ্ধ করা। এসব সংগৃহীত তথ্যের মধ্যে অনেকগুলো এর আগে গেরিলা বুলেটিন আকারে প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতা সংগ্রামের পেছনে নজিরবিহীন রক্তপাত আর অদম্য ইচ্ছাশক্তি, জনসাধারণের আত্মত্যাগ, নিদারুণ যন্ত্রণা, দুর্দশা আর দুর্ভোগ, তাদের আত্মবিশ্বাস আর আস্থা, বীরত্ব আর সাহসিকতাই ছিনিয়ে এনেছিল চূড়ান্ত বিজয় আর গৌরব। সেসময় বাংলাদেশের ওপর প্রচণ্ড ঘুর্ণিঝড়ের মতো ঘটে যাচ্ছিল এসব ঘটনা এবং দূর থেকে স্পর্শ করছিল গোটা বিশ্বকে। সেই অন্ধকারময় দিনগুলোতে বিদেশী পত্রপত্রিকা ও জার্নালগুলোতে প্রকাশিত প্রতিবেদনের ধারাবহিক বিবরণ তুলে ধরা হয়েছে বইটিতে। বিশ্বের শান্তিকামী মানুষের মিছিল-সমাবেশ আর বক্তৃতা-বিবৃতির প্রতিধ্বনি উঠে এসেছে এসব জ্বলন্ত প্রতিবেদনে। কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং পাকিস্তানী সেনাবাহিনী ও তার দোসরদের পরিচালিত গণহত্যা আর স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংগ্রাম সম্পর্কে তাদের মনোভাবও তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে এই সংকলনে।

পরিশেষে আমি আরও কিছু কথা এ প্রসঙ্গে বলতে চাই। সংগৃহীত তথ্যগুলোর এই সংকলনটিকে একটি সম্পূর্ণ বই বলা যায়না। আমাদের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আলোকপাতকারী বিশ্বের সকল পত্রপত্রিকা এবং জার্নাল সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তারপরও আশা করছি, আমাদের পাঠক এবং যারাই এই নজীরবিহীন গণহত্যা ও অমানবিক নির্যাতন সম্পর্কে গবেষণা করবেন তারা বইটি পড়ে তার মাত্রা সম্পর্কে অনুমান করতে পারবেন। সেইসঙ্গে সেই সময়কার ঘটনাবলীর গতিপ্রকৃতি এবং বিশ্ব বিবেকের ক্ষোভ সম্পর্কেও অবহিত হতে পারবেন। আমার এই পরিশ্রম সার্থক হবে কেবল তখনই।

 বিস্তারিত পড়ুন