বয়স্ক ও শিশু উভয়ই শুড়িখানায় যেতে পারে, কিন্তু স্কুলে যায় শুধু শিশুরাই।
মদ হজমে সাহায্য করে, চর্বি জমায়, হৃদয়ে আনন্দ নিয়ে আসে। স্কুল এর কোনটাই করতে সক্ষম নয়। লোমোনোসভ বলেছেন- “বিজ্ঞান তারুণ্যকে সমৃদ্ধ করে, প্রবীণের দানকে দেয় মহিমা।" কিন্তু মহান ভ্লাদিমির প্রায়ই বলেন- “রুশদের আনন্দ পান করাতে।" কোনটা যে বিশ্বাস করি? নিশ্চয় পুরনোটাই।
স্কুল থেকে ট্যাক্স আসে না।
রেনেশাঁস থেকে আসা সচেতনতার ব্যবহার এখনও প্রতিষ্ঠিত না। কিন্তু এর ক্ষতিকর প্রভাব স্পষ্ট। পিপাসা কোন ডিগ্রি নয় এক চুমুক ভদকা চায়।
সব জায়গায় পানশালা আছে, কিন্তু সবখানে স্কুল নেই।
এতসবকিছু এই সিদ্ধান্তে আসার জন্য যথেষ্ট যে পানশালা বিলুপ্ত করা উচিত হবে না। কিন্তু স্কুলের মূল্যায়ন পুনর্বিবেচনাযোগ্য।
শিক্ষিত হওয়াকে একেবারে বাতিল করা যাবে না। সেটা পাগলামো হবে। মানুষ যেন অন্তত পানশালার নাম পড়তে পারে।
0 মন্তব্যসমূহ