সেই সন্ধ্যাবেলা, আমি ঘোড়ার গাড়িতে চড়েছিলাম। একজন বড়সড়ো কর্মকর্তা হিসেবে এটা ঠিক ছিল না। কিন্তু এই ঘটনার সময়ে আমি উলের বড় কোট পড়েছিলাম আর সেটার মারটিন কলার দিয়ে মুখ ঢেকেছিলাম। জানেন তো এটা সস্তা, এছাড়া আবহাওয়া ঠাণ্ডা ও শেষ ট্রিপ হলেও গাড়িটি ভর্তি ছিল। কেউ আমাকে চিনতে পারেনি। মার্টিন কলারটি আমাকে ছদ্মবেশে ভ্রমণ করতে সাহায্য করেছে।
যেতে যেতে আমি খর্বাকৃতির লোকটিকে পর্যবেক্ষণ করে অবাক হয়েছিলাম। আমি ভাবলাম "না, ইনি সেই ব্যক্তি নন।" খরগোশের লোমের কোট পরা বেঁটে লোকটির দিকে এক দৃষ্টিতে থাকিয়ে থেকে তাকে বোঝার চেষ্টা করছিলাম। ইনি কি সেই ব্যক্তি? না, ইনি তিনি নন। আমি ভালভাবে দেখেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।
0 মন্তব্যসমূহ